২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলা ভাষার সুর ও ছন্দে বিশ্ব আজ মোহিত : আবেদুর রহমান

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ কালচার একাডেমির (বিসিএ) সভাপতি আবেদুর রহমান বলেছেন, বাংলা ভাষার সুর ও ছন্দে আজ বিশ্ব মোহিত। আলোকিত আদর্শের মুবাল্লিগ হিসেবে এদেশের শিল্পীরা ছড়িয়ে পড়েছেন দেশে-বিদেশে। তারা ইসলামের সুমহান আদর্শকে তাদের সুললিত কণ্ঠের মাধ্যমে ভিন্ন জাতি ও ভাষার মানুষের কাছে তুলে ধরছেন।

বৃহস্পতিবার লন্ডনস্থ মেসেজ কালচারাল গ্রুপের সাবেক সেক্রেটারি শিল্পী মুহিবুর রহমানীর ঢাকা সফর উপলক্ষে বাংলাদেশ কালচারাল একাডেমি এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় আবেদুর রহমান এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের শিল্পীরা ইসলামের আদর্শ তুলে ধরে ভুলের কালো পর্দা ছিঁড়ে ছড়িয়ে দিচ্ছেন আলোর প্রভা। মেসেজ কালচারাল গ্রুপের সাবেক সেক্রেটারি শিল্পী মুহিবুর রহমানী এক্ষেত্রে যে অবদান রাখছেন- এজন্য আমরা গর্বিত। আল্লাহ রাব্বুল আলামিন তার যোগ্যতা দক্ষতা আরো বাড়িয়ে দিন।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচার একাডেমির সহ-সভাপতি শিল্পী তোফাজ্জল হোসাইন খান, সেক্রেটারি কথাসাহিত্যিক ইবরাহীম বাহারী, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আকরাম মুজাহিদ, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ, শিল্পী গোলাম মাওলা, কবি ইয়াকুব বিশ্বাস, শিল্পী মিরাদুল মুনিম, শিল্পী শামিমুল হক, সাইমুমের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল কাদের জিলানী প্রমুখ।


আরো সংবাদ



premium cement