গান ছাড়ার পর এবার ওমরাহ পালন করলেন সেই গায়ক
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ নভেম্বর ২০২২, ১৬:৫৩
কিছু দিন আগেই ইসলামী অনুশাসনে আকৃষ্ট হয়ে সঙ্গীত ছাড়ার ঘোষণা দেন প্রসিদ্ধ পাকিস্তানি গায়ক আব্দুল্লাহ কুরেশী। এবার নিজের ধর্মপরায়ণার আরেকটি নজির দেখালেন তিনি; সম্প্রতি আব্দুল্লাহ কুরেশী পবিত্র ওমরাহ পালন করেছেন।
বুধবার উর্দু সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ একটি প্রতিবেদনে তার ওমরাহ পালনের বিষয়টি নিশ্চিত করে।
পত্রিকাটি জানায়, আব্দুল্লাহ কুরেশী স্ত্রী সাইদা সুবহানকে সাথে নিয়ে ওমরাহ আদায় করেছেন।
এর আগে গান ছাড়ার ঘোষণা দিয়ে আব্দুল্লাহ কুরেশী লিখেছিলেন, ‘আমি সঙ্গীত জগত ছেড়ে যাচ্ছি। শুধুই ধর্মের দিককে প্রাধান্য দিয়েই আমার এই সিদ্ধান্ত।’
তিনি আরো লেখেন, ‘আমার জীবনের উদ্দেশ্য এরচেয়েও বড়। আমাদের পরবর্তী জীবন নিয়ে পরিকল্পনা করার জন্য পৃথিবীতে খুব কম সময়। আলহামদুলিল্লাহ! আমি আমার সিদ্ধান্তের ওপর সুদৃঢ় আছি। দোয়া করি আল্লাহ নতুন এই সফরকে আমার জন্য সহজ করবেন।’
সঙ্গীত জগত ছেড়ে ধর্মে মনোযোগী হওয়া আব্দুল্লাহ কুরেশীই প্রথম ব্যক্তি নন; বরং এর আগেও ধর্মের প্রতি অনুরাগী হয়ে গ্লামার এই জগত ত্যাগ করেছেন দেশটির বিখ্যাত গায়ক জোনায়েদ জামশেদ, রাবি পিরজাদা, নুর বুখারি, সারাহ চৌধুরী ও ভারতীয় অভিনেত্রী সানা খানসহ আরো অনেকে।
সূত্র : এক্সপ্রেস নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা