২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নতুন গানে কাজী শুভ, সঙ্গী মৌসুমী

কাজী শুভ, সাথে মৌসুমী - ছবি : নয়া দিগন্ত

জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও মৌসুমী চৌধুরী প্রথমবারের মতো ‘চোখে চোখে কথা বলা’ শিরোনামের একটি গানে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন। রাদ-এর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রবিন ইসলাম। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাহাত বাপ্পী।

নতুন গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, এটি রোমান্টিক কথামালার একটি গান। এর কথাগুলো দারুণ। আর নবীন হিসেবে মৌসুমী ভালো গেয়েছেন। সবমিলিয়ে ভালো একটি কাজ দর্শক উপহার পেতে যাচ্ছে। আশা করি, দর্শক-শ্রোতাদের নতুন এই গানটি পছন্দ হবে।

মৌসুমী চৌধুরী বলেন, এই গানটি আমার সপ্তম মৌলিক গান। অত্যন্ত সুন্দর রোমান্টিক এবং সবার কাছে ভালো লাগার মতো একটি গান। গানের সুরে রবিন ভাই আলাদা মাধুর্য সৃষ্টি করেছেন।

সঙ্গীত পরিচালক রবিন ইসলাম বলেন, মৌসুমী সাধারণত ব্যান্ডের ধাচের গান করেন। এই প্রথম মেলোডি ধাঁচের গান করেছেন। গানের সুরে নতুনত্ব পাওয়া যাবে। আশা করছি, গানটি শুনে দর্শকের ভালো লাগবে।

জানা গেছে, শুভ-মৌসুমীর ‘চোখে চোখে কথা বলা’ নতুন গানটি শিগগিরই মৌসুমী চৌধুরীর নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।


আরো সংবাদ



premium cement