২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আতিফ আসলামের ছেলের কণ্ঠেও জমে উঠল ‘তাজদারে হারাম’

ভাইরাল ভিডিওতে আতিফ আসলাম ও ছেলে আহাদ - ছবি : সংগৃহীত

কোক স্টুডিওতে বিখ্যাত গায়ক আতিফ আসলামের কণ্ঠে গাওয়া ‘তাজদার-ই-হারাম’ গানটি গেয়ে জনপ্রিয় হয়েছেন তার আট বছরের ছেলে আহাদ আতিফও।

সোমবার জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, সোশ্যাল মিডিয়ায় ছেলে আহাদের সাথে আতিফের একটি কনসার্টের ভিডিও ভাইরাল হয়েছে। এতে অনেক মানুষের সামনে আতিফ তার ছেলেকে দিয়ে নিজের গাওয়া জনপ্রিয় গান ‘তাজদারে হারামে’র কয়েকটি লাইন গাইয়ে শুনিয়েছেন।

ভাইরাল ভিডিওতে আতিফকে মঞ্চে তার ছেলের সাথে দেখা গেছে এবং তার ছেলে ‘তাজদারে হারামে’র কয়েকটি লাইন গাইছিল।

বাবা-ছেলের এ ভাইরাল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে বেশ প্রশংসা পেয়েছে।

নেটিজেনরা বলেছেন, আতিফ আসলামের ছেলে যেভাবে হাজারো মানুষের সামনে আত্মবিশ্বাসের সাথে তাজদার-ই-হারাম গেয়েছে তা প্রশংসনীয়।

তাদের কেউ কেউ আতিফ আসলামকে পরামর্শও দিয়েছেন ছেলেকে মিউজিক স্কুলে ভর্তি করানোর।

উল্লেখ্য, ২০১৩ সালে সারা ভারওয়ানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আতিফ আসলাম। ২০১৪ সালে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম ছেলে আহাদ আতিফ। এরপর ২০১৯ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো আরো এক ছেলের বাবা হন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

সূত্র : জিও নিউজ, ডেইলি জং


আরো সংবাদ



premium cement
ইআরএফের সহ-সভাপতি হলেন নয়া দিগন্তের আশরাফুল ইসলাম সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই প্রতিশ্রুতি রক্ষা করেননি কুষ্টিয়ার মিল মালিক ও ব্যবসায়ীরা আগাম তরমুজ চাষে ব্যস্ত রাঙ্গাবালীর চাষিরা নিপাহ ভাইরাস আতঙ্কে ফুলবাড়ীতে বিক্রি কমেছে খেজুরের রস : নয়া দিগন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা নজরুল ইসলামের তিতাস উপজেলায় ৪ হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা হাতিয়ায় মেঘনার ভাঙন রোধের মানববন্ধন ছাতকে সরকারি নলকূপ আ’লীগ নেতাদের ঘরে

সকল