২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নতুন গান নিয়ে আসছেন লগ্না

কণ্ঠশিল্পী রাহিদা বিনতে ইসলাম লগ্না - ছবি - নয়া দিগন্ত

নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী রাহিদা বিনতে ইসলাম লগ্না। গানের শিরোনাম ‘জল’। এটি লিখেছেন ও সুর করেছেন তাপস চৌধুরী। সঙ্গীতায়োজন করেছেন এম এইচ রাহেল।

লগ্না জানিয়েছেন, গানটি নিয়ে এরই মধ্যে একটি দৃষ্টিনন্দন ভিডিও তৈরি হয়েছে। এটি নির্দেশনা দিয়েছেন ইকবাল হোসাইন। গানটি আসন্ন কোরবানির ঈদে দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

বাবা রাফেউল ইসলাম এবং আনোয়ারা খাতুনের ইচ্ছাতে শ্রী স্বপন কুমার সাহার কাছে চার বছর বয়সে গান শিখতে শুরু করেন লগ্না। তারপর দীর্ঘদিন চাচা রাশেদুল ইসলামের কাছে শিখেন। এরপর জামালপুর শিল্পকলা অ্যাকাডেমি ও লোকজ থেকে শিখেছেন। ঢাকায় এসে শিখেছেন নজরুল ইনস্টিটিউট থেকে।

লগ্না ২০০৩ সাল থেকে মঞ্চে গান শুরু করেন। প্রায় এক যুগ তিনি রেডিও-টেলিভিশন এবং আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রীত হয়ে গান করছেন।

এ প্রসঙ্গে লগ্না বলেন, ‘আমি সব ধরনের গান গাইতে পারি। তবে ফোক গানেই বেশি সাচ্ছন্দ্য বোধ করি। ঈদের প্রকাশিতব্য গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন-সবকিছুই দারুণ হয়েছে। নিজের গান বলে বলছি না; এ সময়ের শ্রোতাদের চাহিদা ও নিজের পছন্দ দুটোর সমন্বয়েই গানটি তৈরি করেছি। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’


আরো সংবাদ



premium cement
ইআরএফের সহ-সভাপতি হলেন নয়া দিগন্তের আশরাফুল ইসলাম সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই প্রতিশ্রুতি রক্ষা করেননি কুষ্টিয়ার মিল মালিক ও ব্যবসায়ীরা আগাম তরমুজ চাষে ব্যস্ত রাঙ্গাবালীর চাষিরা নিপাহ ভাইরাস আতঙ্কে ফুলবাড়ীতে বিক্রি কমেছে খেজুরের রস : নয়া দিগন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা নজরুল ইসলামের তিতাস উপজেলায় ৪ হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা হাতিয়ায় মেঘনার ভাঙন রোধের মানববন্ধন ছাতকে সরকারি নলকূপ আ’লীগ নেতাদের ঘরে

সকল