দ্রব্যমূল্য বৃদ্ধিতে জায়নামাজের দাম কমালেন সাবেক পাকিস্তানি অভিনেত্রী, কিন্তু কেন?
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ মে ২০২২, ১৮:১৯
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ছে সারা বিশ্বে। প্রতিটি দেশের নাগরিক-ই দ্রব্যমূল্য বৃদ্ধিতে প্রায় দিশেহারা। এরই মধ্যে দারুণ এক সুবিধা নিয়ে এসেছেন পাকিস্তানের সাবেক অভিনেত্রী-গায়িকা রাবি পিরজাদা। দেশটিতে প্রেট্রোলের দাম বেড়ে যাওয়ায় তিনি তার অনলাইন শপে (হায়া রাবি ডটকম) জায়নামাজ বিক্রি করছেন নির্ধারিত মূল্যের চেয়ে কমে।
সোমবার রাবি পিরজাদা তার ফেরিফাইড ফেসবুকে পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।
কিন্তু প্রেট্রোলের দাম ৩০ টাকা বেড়ে যাওয়ার বিপরীতে জায়নামাজের দাম কেন কমালেন, তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, জায়নামাজ অধিক বিক্রি হলে বেশি মানুষ নামাজ পড়বেন এবং পাকিস্তানের জন্য দোয়া করবেন।
একসময়ের গায়িকা ও অভিনেত্রী রাবি পিরজাদা ইসলামী জীবনযাপনের জন্য শোবিজ অঙ্গন ছেড়ে দিয়েছেন বেশ আগেই। এখন ইসলামী নানা কাজে সক্রিয় তিনি। ইদানিং ইসলামী ও আরবি ক্যালিওগ্রাফিতে তাকে ফেসবুকে বেশ সরব দেখা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা