আতিফ আসলামের কনসার্টে অংশ নিতে বিয়ে পেছালেন তরুণী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ মে ২০২২, ১৬:৫৬
পাকিস্তানের কণ্ঠশিল্পী আতিফ আসলামের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এবার তা আরেকবার প্রমাণিত হলো কানাডায়। সেখানের এক তরুণী আতিফ আসলামকে এতটাই পছন্দ করেন যে, তার কনসার্টে অংশ নিতে ওই তরুণী নিজের বিয়ের তারিখ-ই পিছিয়ে দেন।
গত ২২ মে কানাডার টরোন্টো শহরে আতিফ আসলামের এক কনসার্টকে ঘিরে মজার এ ঘটনাটি ঘটে।
পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম জানায়, টরোন্টোর ওই লাইভ কনসার্টে আতিফ আসলাম একটি ব্যানার হাতে নিয়ে পড়েন। তাতে লেখা ছিল- ‘এই কনসার্টটির কারণে আমার বাগদত্তা আমাদের বিয়ে পিছিয়ে দিয়েছেন।’ ব্যানারটি লিখেছেন ওই তরুণীর বাগদত্ত। যিনি কিনা আতিফ আসলামের দৃষ্টি আকর্ষণ করতেই কনসার্টে ব্যানারটি নিয়ে আসেন। আর সফলও হন তিনি; তার ব্যানারটি ঠিকই আতিফ আসলামের নজরে পড়ে।
আতিফ আসলাম তখন ওই তরুণীকে উদ্দেশ্য করে বলেন, ‘বাগদান তো হয়েই গেল। কিন্তু আমার খাবার কোথায়?’
জানা যায়, ওই তরুণী কানাডায় থাকলেও তিনি মূলত পাকিস্তানি বংশোদ্ভূত।
সূত্র : ডন ও জিও নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা