২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘সর্বত মঙ্গল রাধে’ গানটি একক কোনো ব্যান্ডের নয়

‘সর্বত মঙ্গল রাধে’ গানটি একক কোনো ব্যান্ডের নয় - ছবি : সংগৃহীত

‘যুবতী রাধে’ শিরোনামের একটি গান নিজেদের নামে কপিরাইট করেছিল ব্যান্ড সরলপুর। তাদের সেই কপিরাইট বাতিল করেছে বাংলাদেশ কপিরাইট অফিস। এখন থেকে যে কেউ চাইলে পরিবেশন করতে পারবে গানটি।

মূলত পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে চঞ্চল চৌধুরী ও শাওন নতুন করে ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামে গানটি গাইলে এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে কপিরাইট অফিস। বাংলা একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে চিঠি দেয় তারা। তদন্তে প্রমাণ হয়েছে ব্যান্ড ‘সরলপুর’-এর দাবির পুরোপুরি সত্যতা নেই। কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অঙ্গীকারনামায় যুবতী রাধে গানটি মৌলিক হিসেবে দাবী করে অসত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে কপিরাইট আইনের ৮৮ ও ৮৯ ধারা লঙ্ঘন করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তাই সরলপুর ব্যান্ডের অনুকূলে রেজিস্ট্রেশনকৃত যুবতী রাধে গানটির কপিরাইট সনদ বাতিল করা হলো।

২০২০ সালে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও পার্থ বড়ুয়ায় সংগীত পরিচালনায় ‘সর্বত মঙ্গল রাধে’ প্রকাশের পর তাদের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ তোলে সরলপুর ব্যান্ড। তাদের অভিযোগ ছিল, ২০১৮ সালে সরলপুর ব্যান্ডের প্রতিষ্ঠাতা ভোকাল ও গিটারিস্ট তারিকুল ইসলাম তপনকে ‘যুবতী রাধে’ গানের গীতিকার ও সুরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে কপিরাইট অফিস। সেই গানের কথা ও সুর হুবহু রেখে সরলপুরের অনুমতি ছাড়াই ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামে গানটি প্রকাশ করেছে আইপিডিসি।

কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী বলেন, ‘বিমল কুমার বন্দ্যোপাধ্যায় রচিত ‘বাংলার গ্রাম’ নামের ছড়ার বই থেকে এই গানের ৩২ লাইনের ১৬টি লাইন নেওয়া হয়েছে। এ ছাড়া ১৯৬২ সালে কলকাতায় প্রকাশিত আশুতোষ ভট্টাচার্যের ‘বাংলার লোকসাহিত্য’ থেকে নেওয়া হয়েছে আরও ৪টি লাইন। বাকি ১২টি লাইন হয়তো সরলপুর লিখেছে কিন্তু কপিরাইট আবেদনের সময় তারা বিষয়টি গোপন রাখে। তাদের বিরুদ্ধে অর্থদণ্ড ও জেলের বিধানও ছিল। কিন্তু এ বিষয়ে যেহেতু কেউ দাবি জানায়নি, তাই আমরা বিধান দিতে পারি না। এখন থেকে যে কেউ গানটি গাইতে পারবেন ও পরিবেশন করতে পারবেন।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘সত্যের জয় হয়েছে। তাদের উচিত ছিল আরো আগেই সত্যটা প্রকাশ করা।’


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল