হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী শাকিরা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১০, আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১
অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর একটি কনসার্ট বাতিল করেছেন কলোম্বিয়ান সঙ্গীতশিল্পী শাকিরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ‘তার উদরে সমস্যা হওয়ায় পেরুর লিমার কনসার্টে যেতে পারছেন না।’
চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এখন কোনো অনুষ্ঠানে গান গাওয়ার পরিস্থিতিতে নেই। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বিবৃতিতে এই সঙ্গীতশিল্পী বলেন, ‘আমি খুবই দুঃখিত তো যে আজ মঞ্চে উঠতে পারবো না। আমার পেরুভিয়ান দর্শকদের সাথে একত্রিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পেরুতে যান শাকিরা। সেখানে কনসার্টে রোববার ও সোমবার তার গান গাওয়ার কথা ছিল। দক্ষিণ আমেরিকা ট্যুরে দ্বিতীয় দেশ হিসেবে পেরুতে পা রেখেছেন এই শিল্পী। এর আগে ব্রাজিলে পারফর্ম করেন বিশ্বখ্যাত এই তারকা। এরপর তিনি কানাডা ও ব্রাজিল যাবেন।
লাতিন ভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লত হওয়ার কথা জানিয়েছেন তিনি। লিমায় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করতে দেখা গেছে ভক্তদের।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘এমন আবেগঘন অভ্যর্থনার জন্য ধন্যবাদ, লিমা।’
শাকিরা জানিয়েছেন, তিনি খুবই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
বিবৃতিতে বলেন, ‘যত দ্রুত সম্ভব এই শোতে আমি পারফর্ম করতে চাই। নতুন একটি তারিখ নির্ধারণে আমার টিম কাজ করছে।’ সূত্র : ইউএনবি/এপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা