বিয়ে করলেন ক্ষুদে গানরাজ খ্যাত পড়শী
- সাংস্কৃতিক প্রতিবেদক
- ১২ জানুয়ারি ২০২৫, ১৬:১১
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202501/19683432_114.jpg)
বিয়ে করেছেন চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’খ্যাত সংগীতশিল্পি সাবরিনা পড়শী। পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে পড়শীর পারিবারিক সূত্র জানালেও বিয়ের দিনক্ষণ তারা জানাতে অস্বীকার করে।
তাদের ভাষ্য, বিয়ে হয়েছে এটা সত্য। তবে বিষয়টি তারা এখনি প্রকাশ করতে চাননি। কিন্ত যেহেতু প্রকাশ হয়ে গেছে তাই তা স্বীকার করলেও বিস্তারিত বলতে চাচ্ছে না।
তাদের এক ঘনিষ্ঠজন জানান, পড়শী ও নিলয় ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে প্রতিযোগী। সে সুবাদে অনেক আগে থেকেই একে অপরের সাথে প্রেমের সম্পর্কে ছিল। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস শুরু করেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। এরপরই বিয়ের বিষয়টি আলোচনায় আসে। তারা কয়েকমাস দেশে অবস্থান করে দুই পরিবারের সদস্যর বিয়ের বিষয়টি চূড়ান্ত করেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পড়শী মুলত চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬ বছর। তার ব্যস্ততা বেড়েছে গানে। স্টেজ শো করছেন। নিয়মিত প্রকাশ করছেন নতুন গান।
বর্তমানে গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন। গত বছর ইমরানের সাথে তার দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা