২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাহাত ফতেহ আলী খান ঢাকায়, কনসার্ট রাতে

ঢাকায় পৌঁছেছেন রাহাত ফতেহ আলী খান - ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গাইতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

আজ শনিবার আর্মি স্টেডিয়ামে কনসার্টটির আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।

জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন রাহাত ফতেহ আলী খান। বিমানবন্দর থেকে রাত ১টার দিকে একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন তিনি। আজ রাত ৮টার দিকে আর্মি স্টেডিয়ামের মঞ্চে গাইতে উঠবেন তিনি।

কনসার্টে রাহাত ফতেহ আলী ছাড়াও দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে।

আয়োজকেরা জানান, এই কনসার্ট থেকে আয় হওয়া অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেয়া হবে।

রাহাত ফতেহ আলী খান কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করার জন্য জনপ্রিয়। তার গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জরুরি থা’, ‘ও রে পিয়া’, ‘জগ সুনা সুনা লাগে’, ‘তেরে বিন’, ‘তেরি ওর’, ‘ম্যায় যাঁহা রাহুঁ’, ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’, ‘তুম জো আয়ে জিন্দেগি মে’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ইত্যাদি।

এদিকে, এ আয়োজন ঘিরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেড কোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। তবে বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। এ সময় যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করেছে আয়োজকেরা।


আরো সংবাদ



premium cement