১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুর খবরটি সত্য নয়!

তবলাবাদক জাকির হোসেন - সংগৃহীত

বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয় বলে দাবি করা হয়েছে।

কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা জানায়, ইতিমধ্যেই জাকির হোসেনের ‘মৃত্যু সংবাদ’ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। রোববার সন্ধ্যার সেই খবরে বিশ্বজুড়ে শোক প্রকাশ করেছিল বিভিন্ন মহল। প্রখ্যাত রাজনীতিবিদ, তারকা থেকে শিল্পীর গুণমুগ্ধ ভক্তরা জানিয়েছিলেন শোক। তবে গভীর রাতে শিল্পীর ভাগ্নে আমির আউলিয়া (যাচাই না করা সমাজমাধ্যম অ্যাকাউন্ট) জানিয়েছেন, কিংবদন্তি তবলাবাদক জীবিত আছেন। সেই সাথে তার অনুরোধ, ভুয়া প্রচার যেন দ্রুত বন্ধ করা হয়।

এর আগের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর এক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ ডিসেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বন্ধু এবং বাঁশিবাজ রাকেশ চৌরাসিয়া বিষয়টি ইন্ডিয়া টিভিকে নিশ্চিত করেছেন বলে দাবি করা হয়। ৭৩ বছর বয়সী জাকির হোসেন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

ভারতের রাজস্থানের ক্যাবিনেট মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর এক্স-এ হুসেনের আকস্মিক মৃত্যুতে পোস্ট করেছেন এবং শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, জাকির হোসেনের জন্ম ভারতের মুম্বাইয়ে। জাকির হোসেনের বাবা ওস্তাদ আল্লারাখা খানও প্রখ্যাত তবলাবাদক ছিলেন। জাকির হোসেন শৈশব থেকেই তবলা বাজানোয় দক্ষতা অর্জন করেন।

ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। ১৯ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পণ্ডিত রবিশঙ্করের সাহচর্যে ১৯৭০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে বিএনপি নেতা খুনের ঘটনায় তদন্ত কমিটির স্বাক্ষ্য গ্রহণ পালিয়ে যাওয়া স্বৈরাচারের ফিরে আসার সুযোগ নেই : রফিকুল ইসলাম খান গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান ঢাকায় পুলিশ পরিচয়ে অপহৃত, কুষ্টিয়ায় উদ্ধার : গ্রেফতার ৬ মুফতি কাজী ইব্রাহিমের ওপর হামলাকারীকে গ্রেফতার দাবি সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৩ রাজনৈতিক দলগুলোর আন্তঃসংলাপ জরুরি রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু আ’লীগ ১৬ বছর আলেমদের ওপর জুলুম করেছে : মামুনুল হক চাঁপাই সীমান্তে উত্তেজনা, এক দিনে যা যা হলো ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্বস্তির প্রহর গুনছেন ফিলিস্তিনিরা

সকল