১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুর খবরটি সত্য নয়!

তবলাবাদক জাকির হোসেন - সংগৃহীত

বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয় বলে দাবি করা হয়েছে।

কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা জানায়, ইতিমধ্যেই জাকির হোসেনের ‘মৃত্যু সংবাদ’ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। রোববার সন্ধ্যার সেই খবরে বিশ্বজুড়ে শোক প্রকাশ করেছিল বিভিন্ন মহল। প্রখ্যাত রাজনীতিবিদ, তারকা থেকে শিল্পীর গুণমুগ্ধ ভক্তরা জানিয়েছিলেন শোক। তবে গভীর রাতে শিল্পীর ভাগ্নে আমির আউলিয়া (যাচাই না করা সমাজমাধ্যম অ্যাকাউন্ট) জানিয়েছেন, কিংবদন্তি তবলাবাদক জীবিত আছেন। সেই সাথে তার অনুরোধ, ভুয়া প্রচার যেন দ্রুত বন্ধ করা হয়।

এর আগের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর এক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ ডিসেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বন্ধু এবং বাঁশিবাজ রাকেশ চৌরাসিয়া বিষয়টি ইন্ডিয়া টিভিকে নিশ্চিত করেছেন বলে দাবি করা হয়। ৭৩ বছর বয়সী জাকির হোসেন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

ভারতের রাজস্থানের ক্যাবিনেট মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর এক্স-এ হুসেনের আকস্মিক মৃত্যুতে পোস্ট করেছেন এবং শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, জাকির হোসেনের জন্ম ভারতের মুম্বাইয়ে। জাকির হোসেনের বাবা ওস্তাদ আল্লারাখা খানও প্রখ্যাত তবলাবাদক ছিলেন। জাকির হোসেন শৈশব থেকেই তবলা বাজানোয় দক্ষতা অর্জন করেন।

ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। ১৯ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পণ্ডিত রবিশঙ্করের সাহচর্যে ১৯৭০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।


আরো সংবাদ



premium cement
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল শেখ হাসিনা-রেহানা পরিবারের দুর্নীতির অনুসন্ধানে দুদক দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে ড. ইউনূসের ভূমিকার প্রশংসা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা কাগজ সঙ্কটে বিনামূল্যের পাঠ্যবই ছাপা বন্ধ আব্বাস আলী খান তাকওয়ার জীবনযাপনে ছিলেন সচেতন : ডা: শফিক আশা করতে পারেন ২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন গাজা ও পশ্চিমতীরে ১৩ হাজার শিক্ষার্থী হত্যা স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও লেজ রয়ে গেছে : তারেক সুষ্ঠু নির্বাচন নিয়ে সঙ্কটের উত্তরণ বলছে বিএনপি নির্বাচনে প্রস্তুত ইসি, ব্যালটেই হবে ভোট

সকল