২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রেহানার সুরের মূর্ছনায় হেমন্তের এক মুগ্ধ সন্ধ্যা

সঙ্গীত পরিবেশন করছেন রেহানা রহমান - ছবি : নয়া দিগন্ত

‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ রেহানা রহমানের গানের মধ্যে শুরু হয় সুরের মূর্ছনা। ‘ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা’, এরপর কাজী নজরুলের, ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’, গজল এভাবে একের পর এক পরিবেশনায় শ্রোতাদের মুগ্ধ করে চলেন তিনি।

গজলসম্রাট ওস্তাদ গোলাম আলী খানের বাংলাদেশী শিষ্য ও পৃথিবীর বিভিন্ন মঞ্চে গান করা শিল্পী রেহানা রহমান বৃহস্পতিবার সুরের মূর্ছনায় মাতালেন বিশ্ব সাহিত্যকেন্দ্র। দর্শকদের উপহার দিলেন হিমশিতল হেমন্তের এক মুগ্ধ সন্ধ্যা।

রেহানা রহমান বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত নজরুল সংগীত ও আধুনিক সংগীত চর্চা করলেও নজরুলের সংগীতের পাশাপাশি ওস্তাদ গোলাম আলী খানের গজল, গান ও কাওয়ালীতে মাতান দর্শকদের। তার কণ্ঠে নানান সুরের সমাবেশ বলে আখ্যা দিলেন উপস্থিত অতিথি ও শ্রোতামন্ডলী।

ফোরাম ফর্টির আয়োজনে বিশ্ব সাহিত্যকেন্দ্রে বৃহস্পতিবার সন্ধ্যায় বসে তার এই এক সঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানে সংগীতপ্রেমীদের উপস্থিতি শিল্পীকে আরো উজ্জীবিত করে। প্রায় তিন ঘণ্টা তার সংগীতের মূর্ছনায় মুগ্ধ হন শ্রোতারা। পুরোনো দিনের বৈঠকী ধাঁচের এ আয়োজনে মুগ্ধ হন উপস্থিত শ্রোতারা। হারমোনিয়াম, তবলা, সেতার ও অন্যান্য বাদ্যযন্ত্রের সাথে রেহানা রহমানের পরিবেশনা ছিল উপভোগ্য।

ফোরামের পথচলা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য শেষে শিল্পী রেহানা রহমানকে মঞ্চে আমন্ত্রণ জানান ফোরামের আহ্বায়ক প্রচ্ছদ চৌধুরি। শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফোরামের উপদেষ্টা সায়মা তালুকদারসহ অন্যরা।
উপস্থিত অতিথি ও শ্রোতারা জানান, অনেকদিন পর ঢাকায় এমন গানের আসর উপভোগ করতে পেরেছেন তারা।

আর অনুষ্ঠানের বিষয়ে শিল্পী রেহানা রহমান বলেন, ‘ঢাকায় অনেক জ্যাম, এর মাঝেও এত অতিথি ও শ্রোতা এসেছেন গান শুনতে, এতে আমি আপ্লুত। আমার প্রতি ও আমার গানের প্রতি তাদের ভালোবাসা এটা। চেষ্টা করেছি কিছু সঙ্গীত পরিবেশন করার। আশা করি অতিথিরা উপভোগ করেছেন।’


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গা সঙ্কট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল

সকল