০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রোববার ঢাকা ফিরছেন বেবী নাজনীন

বেবী নাজনীন - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দীর্ঘ প্রবাস জীবন অবশেষে ঢাকা ফিরছেন ‘ব্লাক ডায়মন্ড’-খ্যাত সঙ্গীত তারকা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন।

আগামী রোববার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন বলে জানা গেছে।

বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে নিজের পেশাগত কাজে বারবার বিভিন্নভাবে বাধগ্রস্থ হয়েছে বেবী নাজনীনের সঙ্গীত-জীবন। বাংলাদেশ বেতার, টিভি, মঞ্চ- কোনো মাধ্যমেই তিনি সাচ্ছন্দে কাজ করতে পারেননি। একপর্যায়ে দেশ ছাড়তেই বাধ্য হন বেবী নাজনীন। তবে আন্তর্জাতিকভাবে প্রবাসী বাংলাদেশীদের কাছে তিনি সবসময়ই সমাদৃত।

ফলে বিদেশের মাটিতে তার কাজকর্মে কোনো বাধা আসেনি। বরং এই সময়ে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ব্লাক ডায়মন্ড বেবী নাজনীন।

সাড়ে চার দশকের ক্যারিয়ারে আধুনিক সংগীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন তিনি। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আশা ভোঁশলে, বাপ্পি ল্যাহেরি, কুমার শানু, কবিতা কৃষ্ণমূতির সাথেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভূক্ত সঙ্গীতশিল্পী বেবী নাজনীন চলচ্চিত্র, অডিওমাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

তার ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘আমার একটা মানুষ আছে’, ‘ওই রংধনু থেকে’, ‘পত্রমিতা’, ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারারাত ছিল স্বপনেরও রাত’, ‘দু’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’, ‘আমার ঘুম ভাঙাইয়া গেলরে মরার কোকিলে’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘আজ পাশা খেলব রে শাম’, ‘প্রিয়তমা’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই রে... এ প্রাণো বুঝি যায় রে’ এমন অসংখ্য গানের মাধ্যমে বাংলা গানের ভাণ্ডার সমৃদ্ধ করেছেন এই সঙ্গীত তারকা।


আরো সংবাদ



premium cement
চীন যাচ্ছেন বিমান বাহিনী প্রধান ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৬ স্বৈরাচার ও তার সহকারীরা জাতীয় দুশমন : এ টি এম মাছুম নেদারল্যান্ডসে ইসরাইলি ফুটবল সমর্থকদের ওপর হামলা সেনাপ্রধানের সাথে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডারের সাক্ষাৎ সিলেটে বিজিবির হাতে কোটি টাকার চোরাই পণ্য আটক তরুণ-যুবকরা সিদ্ধান্ত নিয়েছে চাঁদাবাজমুক্ত দেশ গড়বে : ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে, নানা খেলা চলছে : গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্র চায় ঢাকা ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করুক : মিলার নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন লজ্জার হারের দুঃখ ভুলে সামনে নজর মিরাজের

সকল