২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

-

রাজধানীর মেরুল বাড্ডায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে বিথী আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। গত সোমবার গভীর রাতে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বেলা ৩টার দিকে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরই স্বামী কমল মিয়া পালিয়ে যান। তবে জীবন নামে একজনকে জ্ঞিাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।
নিহতের বড় ভাই ইয়াছিন মিয়া জানান, তাদের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাইশাপুর গ্রামে। বর্তমানে গাজীপুরে টঙ্গী পূর্ব থানার পাগার বটতলা এলাকায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন কমল ও বিথী। স্বামী কমল বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। সোমবার সন্ধ্যার দিকে তিনি জানতে পারেন তার বোন বিথীকে বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় স্বামী কমল ছুরিকাঘাত করেছে। রাতে হাসপাতালে এসে বোনের লাশ দেখতে পান। এ সময় প্রতিবেশী জীবনকে হাসপাতালে দেখতে পান তিনি। জিজ্ঞাসাবাদের জন্য জীবনকে থানায় নিয়ে যায় পুলিশ।
ইয়াছিন আরো জানান, বিথী স্বামী-সন্তান নিয়ে আগে বাড্ডা এলাকায় থাকতেন। তিন মাস ধরে টঙ্গী থাকেন। সোমবার বিথীকে টঙ্গী থেকে বাড্ডায় এনে ছুরিকাঘাত করেন কমল। পরে নিজেই ঢামেকে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসককে জানান এক্সিডেন্ট হয়েছে। ভর্তি খাতায়ও এক্সিডেন্ট উল্লেখ করেন। কিন্তু চিকিৎসক বিথীকে মৃত ঘোষণা করলে কমল প্রতিবেশী জীবনকে হাসপাতালে রেখে পালিয়ে যান।
বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা জানান, পারিবারিক কলহের জেরে কমল তার স্ত্রী বিথীর ডান পাঁজরে ছুরিকাঘাত করেন। পরে তিনি ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর স্বামী কমল পালিয়ে গেছেন। তবে তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement