আবারো উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া
- দিনাজপুর প্রতিনিধি
- ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১
তিন দিন পুরোপুরি বন্ধ থাকার পর আবারো উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। পার্বতীপুরে অবস্থিত এই তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি চালু হয়েছে।
তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে ৯টায় থেকে ওই ইউনিটটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রেডে যুক্ত হতে শুরু করেছে। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কয়েক দিনের প্রচেষ্টায় বিকেল ৫টায় পরীক্ষামূলকভাবে ইউনিটটির কার্যক্রম শুরু করে। রাত ৮টা ৩২ মিনিটে ওই ইউনিট থেকে প্রথম পর্যায়ে ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। যা সরাসরি জাতীয় গ্রেডে যুক্ত হতে শুরু করে। ওভারহোলিং শেষে রাতের মধ্যেই উৎপাদনকৃত এ বিদ্যুৎ ৬০-৬৫ মেগাওয়াটে উন্নীত হয় এবং তাও জাতীয় গ্রিডে যুক্ত হতে থাকে। সর্বশেষ এ ইউনিট হতে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: আবু বক্কর সিদ্দিক জানান, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট হতে উৎপাদিত ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
উল্লেখ্য, দেশের প্রথম কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্রটির তৃতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি বছরের শুরু থেকেই অচল রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা