রাষ্ট্র পুনর্গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
- ফেনী অফিস
- ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০
‘ফ্যাসিবাদ এখনো পুরোপুরি উৎখাত হয়নি। এখনো ফ্যাসিবাদের দোসররা প্রতিবিপ্লব করার চেষ্টা করে যাচ্ছে। তারা কখনো আনসার কিংবা রিকশা চালক হয়ে ফিরে আসতেছে। এখনো দিল্লিতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের তা প্রতিহত করতে হবে। প্রতিহত করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। কোনোরকম বিভেদ রাখা যাবে না। বিভেদ হলে ফ্যাসিবাদরা এবং ফ্যাসিবাদের দোসররা সুযোগ নিবে। তারা বারবার চেষ্টা করতেছে। রাষ্ট্র পুনর্গঠন হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করুন। আমরা রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এসেছি। আমরা সংস্কার চাই। সে সংস্কারের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদদের কোনোভাবে সুযোগ দেয়া যাবে না। প্রয়োজনে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে হলেও আমরা দেশকে রক্ষা করব”। গতকাল রোববার বিকেলে ফেনীতে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকদের মতবিনিময় সভায় এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা।
শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, তাসনিয়া নওরিন, আলী আহমেদ আরাফ, জিয়া উদ্দিন আয়ান, সুমাইয়া আক্তার, খালিদ হাসান, মো: মহিউদ্দিন ও মুহিদুল ইসলাম রিন্তু। কেন্দ্রীয় সমন্বয়ক হামযা মাহবুবের সঞ্চালনায় এ সময় শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ শ্রাবণের পিতা নেসার আহমদ এবং শহীদ কাওসারের ভাই ইমরান হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা