১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

তাইম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ

-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমাম হাসান তাইম হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতার এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাকে অবস্থান নেয় তারা।
গতকাল বেলা ১১টায় তারা মহাসড়কে অবস্থান নেয়। আন্দোলনরত ছাত্ররা এ সময় ঢাকা ও চট্টগ্রামমুখী দুই লেনের গাড়িই আটকে দেয়। এতে করে সড়কের উভয়পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে এ সময় অ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত পরিবহনগুলোকে ছেড়ে দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
এ দিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল-মামুন। এ সময় আন্দোলনরত ছাত্ররা অবিলম্বে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানায়। তাদের মধ্যে এক শিক্ষার্থী জানায়, তাইম সিদ্ধিরগঞ্জের সন্তান। সে আন্দোলন চলাকালে রাজধানীর কাজলা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। আমরা তাদের চিহ্নিত করতে পেরেছি।
কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রশাসন আমির খসরু ঘটনাস্থলে এসে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে বেলা সোয়া ৩টায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।


আরো সংবাদ



premium cement