১৫ বছর পর আজ জন্মস্থান চন্দনাইশে যাচ্ছেন হাশেম রাজু
- ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকিদাতা স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার একমাত্র বাদি এম এ হাশেম রাজু দীর্ঘ ১৫ বছর পর আজ জন্মস্থান চট্টগ্রামের চন্দনাইশে আসছেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। চন্দনাইশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, শহীদ জিয়া শিশু-কিশোর ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন সভাপতি এম এ হাশেম রাজু গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করতে গিয়ে ৫৭টি মামলা ও হামলার শিকার হয়েছেন। গত ১৫ বছরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় ৫ বার গ্রেফতার হওয়ায় তার জীবন থেকে ১৮ মাস ১৯ দিন হারিয়ে যায়। কারাগারে থাকার কারণে তিনি মায়ের চিকিৎসা ও খোঁজখবরও নিতে পারেননি। কারাগার থেকে মুক্তিলাভের ৩ দিন পর গর্ভধারিনী মায়ের সাথে আর কথা বলা সম্ভব হয়নি। এমনকি মায়ের জানাযায় অংশগ্রহণ করতে তৎকালীন সরকার বারবার বাধার সৃষ্টি করে। জানাযা শেষে মায়ের কবরে মাটি পর্যন্ত দিতে দেয়নি। তিনি আজ চন্দনাইশের বিভিন্ন পথসভায় স্থানীয় মানুষের সাথে মতবিনিময় করবেন। এছাড়া সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা