১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

খানকা-ই-মোহাম্মদীয়ায় রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: মাহফিল

-

আগামী রোববার বাদ আসর হতে রাতব্যাপী যাত্রাবাড়ী খানকা-ই-মোহাম্মদীয়া দরবার শরীফ ৯৮/২ দক্ষিণ যাত্রাবাড়ী, খানকা শরীফ রোড ঢাকায় অবস্থিত ‘মসজিদ-ই-নূর ও খানকা-ই-মোহাম্মদীয়া’ দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে ওয়াজ করবেন পীর সাহেবের খলিফাবৃন্দ ও ইসলামী চিন্তাবিদগণ।
মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করবেন, গদ্দীনশীন পীর সাহেব মাওলানা শাহ সূফী আবুল খায়ের মুহাম্মদ বাহাউদ্দিন (মা. জি. আ.)। মাহফিলে সব মোমেন মুসলমান ভাইদেরকে দলে দলে যোগদান করে অশেষ নেকি ও ফায়েজ হাসিল করার জন্য সবিনয় অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement