ইবি অধ্যাপক মুঈদ রহমানের ইন্তেকাল
- কুষ্টিয়া প্রতিনিধি
- ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক মুঈদ রহমান (৬৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান।
মরহুম আব্দুল মুঈদ একজন লেখক ও কলামিষ্ট হিসেবে দেশব্যাপী খ্যাতি অর্জন করেন।
১৯৯০ সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কুষ্টিয়া শহরের ক্যাম্পাসে যোগদান করেন। পরবর্তীতে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ১৯৯৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় নিজ বাড়িতেই তিনি বসবাস করতেন। তার একমাত্র কন্যা অর্পিতা রহমান একাদশ শ্রেণীতে অধ্যায়নরত।
অধ্যাপক আব্দুল মুঈদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। বৃহস্পতিবার ইসলামী বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথম জানাজা এবং বাদ জোহর কুষ্টিয়া কালেক্টরেট ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে তাকে মজমপুরের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা