১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

-

দেশের বিভিন্ন শিল্প কলকারখানা ভাঙচুর ও শ্রমিক অসন্তুষ্টি সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঢাকার আশুলিয়ায় আয়োজিত শ্রমিক সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে রয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খান ও তার চার অনুসারী। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
জানা গেছে, শনিবার বিকেলে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক সমাবেশের আয়োজন করে আশুলিয়া থামা শ্রমিক দল। এ সময় ট্রাকের ওপর স্টেজ তৈরি করা হলে সেখানে অবস্থান করা নিয়ে মাজহারুল ইসলামকে ট্রাক থেকে ফেলে দেয়া হলে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আশুলিয়া থানা ইউনিটের সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের শুরুতেই ট্রাকের অস্থায়ী স্টেজে ওঠাকে কেন্দ্র করে প্রথমে হট্টগোলের সৃষ্টি হয়। পরে ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দাবি করা মাজহারুল ইসলাম খানকে স্টেজ থেকে ফেলে দেয়া হয়। এরপরে এক গ্রুপ এসে তাকে পিটিয়ে আহত করে। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও মারামারিতে বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়।
আহত মাজহারুল ইসলাম খান বলেন, আমি ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের রানিং সাধারণ সম্পাদক। গফুর চেয়ারম্যান ও মোখলেস খানের লোকজন আমাকে জোর করে স্টেজ থেকে ফেলে দেয়। এ সময় প্রতিবাদ করা আমাকে ও আমার নেতাকর্মীদের হামলা চালিয়ে মারধর করা হলে আমিসহ অন্তত পাঁচজন আহত হয়েছি। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে আমিও হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই।
বিষয়টি জানতে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক অভিযুক্ত আব্দুল গফুরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটি প্রোগ্রামে আছেন বলে কল কেটে দেন।
আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: আবদুল খালেক বলেন, সমাবেশে ট্রাকে অবস্থান করা নিয়ে বাগি¦তণ্ডার ঘটনায় ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম খানকে নিচে ফেলে দেয়া হয়। পরে বেশ কিছু লোকজন তাকে কিল-ঘুষিসহ চেয়ার দিয়ে মারধর করেন। কিন্তু অনুষ্ঠানে সিনিয়র নেতৃবৃন্দের সাথে থাকায় আমি বিষয়টিতে হস্তক্ষেপ কতে পারিনি।


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সিএ প্রেস উইং কাতার বলছে ইসরাইল ও হামাস এখন অস্ত্রবিরতি চুক্তির কাছাকাছি সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুনে একাধিক রিসোর্ট পুড়ে ছাই ছাগলকাণ্ড : অবশেষে মতিউর ও স্ত্রী লাকি গ্রেফতার আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে ৪ সংস্কার কমিশন দুই কক্ষ, পাঁচ শতাধিক আসন, নারী আসনেও ভোট শাসন কাঠামোর ব্যাপক পরিবর্তন ৩৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৫ হাজার কোটি টাকা জব্দ বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতায় আনতে নির্দেশ প্রধান উপদেষ্টার অস্ত্র আইনের মামলায় বাবরসহ ৬ জন খালাস

সকল