অ্যাডহক ডাক্তারদের ক্যাডারভুক্তির বিরুদ্ধে বিসিএসদের হুঁশিয়ারি
- নিজস্ব প্রতিবেদক
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া দুই হাজার ৩৪৬ জন চিকিৎসককে ক্যাডারভুক্ত করার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যাডারভুক্ত চিকিৎসকরা বলেন, অসত্য তথ্য দিয়ে এনক্যাডার প্রত্যাশী ডাক্তারদের পদোন্নতির জন্য সব পরীক্ষা ও প্রশিক্ষণ মার্জনা করে ২০২৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরপর তিনটি চিঠি পাঠানো হয়, যা চরম অন্যায় ।
ক্যাডারভুক্ত চিকিৎসকরা বলেন, যেসব নন ক্যাডার ডাক্তারকে ক্যাডারভুক্ত করার প্রক্রিয়া চলছে, এদের সবাই অযোগ্য। বিশেষ বিবেচনায় এসব ডাক্তারদের ক্যাডারভুক্ত করার পেছনে আর্থিক অনিয়মে জড়িত। নন ক্যাডার ডাক্তারদের জন্য বিগত সরকার এমন ব্যবস্থা নিয়েছে যে, অ্যাডহক নিয়োগ পাওয়া নন ক্যাডার দুই হাজার ৩৪৬ জন ডাক্তারকে পাঁচটি শর্ত মার্জনা করে বিসিএস ক্যাডারভুক্ত চিকিৎসকদের উপরে স্থান করে দেয়ার ব্যবস্থা সম্পন্ন হয়ে আছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বিসিএস হেলথ ক্যাডার অ্যাসেসিয়েশনের আহবায়ক ডা: মোহাম্মদ নেয়ারমত হোসেন, সদস্য সচিব ডা: উম্মে তানিয়া নাসরিন, সদস্য ডা: আসিফ মাহমুদ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা