আরএমপির নতুন কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান
- রাজশাহী ব্যুরো
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম কমিশনার হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ আবু সুফিয়ান। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
পরে বেলা ১১টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আরএমপির বিশেষ কল্যাণ সভায় যোগ দেন ও সভাপতিত্ব করে তিনি সভায় পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনামূলক বক্তব্য দেন। এ ছাড়া তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, ন্যায়-নিষ্ঠা ও সততার সাথে জনবান্ধব পুলিশিং করার নির্দেশনা দেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, অন্য পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা