যৌথ অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ ডিএমপির
- নিজস্ব প্রতিবেদক
- ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮
অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত যৌথ অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ক্ষেত্রে তথ্যদাতাদের নাম পরিচয় গোপন রাখা হবে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো: ওবায়দুর রহমান বলেন, অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা না হওয়া লাইসেন্স স্থগিত করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশসহ বিভিন্ন বাহিনী, সংস্থার বেহাত, হারানো অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে। কারো কাছে অবৈধ অস্ত্রের তথ্য থাকলে অনুগ্রহ করে পুলিশকে অবহিত করুন।
ওবায়দুর রহমান আরো জানান, আপনার কাছে অবৈধ অস্ত্র সংক্রান্তে কোনো তথ্য থাকলে জাতীয় জরুরিসেবা ৯৯৯ এ ফোন করতে পারেন। কিংবা কাছের থানাকেও জানাতে পারেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে কিংবা নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরেও জানিয়ে দিতে পারেন। অবশ্যই আপনার পরিচয় গোপন রাখা হবে।
হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৩২০-০৩৭৮৭০, ০১৩২০-০৩৭৮৭১। ফেসবুক পেজ লিংক: www.facebook.com/dmpdhaka
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা