১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

স্বামীকে হারিয়ে দিশেহারা ঝুমা

-


গুলিতে স্বামী রিপন নিহতের পর থেকেই অসুস্থ শামীমা আক্তার ঝুমা। রিপন গত ৫ আগস্ট রাজধানীর কোতোয়ালী এলাকায় গুলিতে নিহত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ ও পুলিশ মিলে ওই দিন নির্বিচারে গুলি চালায়। এদিকে, স্বামী হত্যার বিচার চেয়ে ঝুমা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যামামলা করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সদরঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হকিস্টিক, আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। তাদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে রিপন ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর রিপন ওই দিনই দিবাগত রাত ৩টায় মারা যান।

এই ঘটনায় গত ২৮ আগস্ট রিপনের স্ত্রী ঝুমা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রামের রাউজান উপজেলার সাবেক মেয়র এহসানুর হায়দার চৌধুরী বাবুল, কক্সবাজারের মহেশখালীর সাবেক এমপি আশেক উল্লাহ রফিক, রেজাউল করিম বুধ, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, মাকসুদ মিয়া, মো: খাইরুল মিয়া, ছোট মহেশখালীর চেয়ারম্যান রিয়ান শিকদার, আব্দুল মান্নান, নাজিম উদ্দিন মুহুরি, মো: আলাউদ্দিন হাওলাদার, উত্তম দত্ত, অপূর্ব দাস, এমরান হোসেন খান, রিপন বেপারী, কোতয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন জনি, ইমন হোসেন রনি, আরিফ হোসেন ছোটন, শওকত হোসেন, খোকন হাওলাদারসহ আরো দুই/ আড়াই’শ অজ্ঞাত ব্যক্তি।

মামলার ২৭ নম্বর আসামি শাহাবুদ্দিন জনির নামে একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও পুলিশ সার্জেন্ট ফরহাদ হত্যা মামলারও আসামি। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় খাজা মুন্না, মোয়াজ্জেম শাহ, রহিমশাহ, আলি, জাহাঙ্গীর শিকদার, তারেক হাজি, খাজা সাজান, ইশতিয়াক, বাচ্চা নওয়াবসহ অনেকেই জড়িত।
এদিকে, স্বামীকে হারিয়ে দিশেহারা ঝুমা। দুই সন্তানকে নিয়ে কিভাবে তার ভবিষ্যৎ কাটবে তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তিনি।


আরো সংবাদ



premium cement