১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

অ্যাডভোকেট মহসীন রশিদ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি

-

বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, সাবেক এমপি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজা শারীরিক অসুস্থতার কারণে গত ২৪ জুলাই দলের সভাপতি পদ থেকে অব্যাহতি চান। এ বিষয়ে আলোচনা ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল মুসলিম লীগের জাতীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা দলের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বদরুদ্দোজা সুজার পদত্যাগপত্র গৃহীত হয়। পরে নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের প্রস্তাব মতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদকে সর্বসম্মতিক্রমে দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং যেসব কুচক্রী মহল ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement