০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

নিহত সাঈদের পরিবারকে সাড়ে ৭ লাখ টাকা দিলো বেরোবি কর্তৃপক্ষ

-

কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় পরিবারের একজনকে চাকরি দেয়ারও প্রতিশ্রুতি দেয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ ও প্রকাশনা দফতরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জানান, গতকাল শুক্রবার সকালে আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল সাড়ে সাত লাখ টাকার চেক তুলে দেন। প্রতিনিধিদলে ছিলেন প্রক্টর শরিফুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল আসাদ, কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজুল ইসলাম।

এ ব্যাপ্যারে প্রক্টর জানান, ভিসি ড. হাসিবুর রশিদের নির্দেশে সাঈদের বাবা-মায়ের হাতে আমরা এই আর্থিক সহায়তা তুলে দেই। সাঈদের বাবা মায়ের সাথে সবসময় যোগাযোগ রাখছে প্রশাসন। ভিসি স্যার নিজেও সাঈদের পরিবারের খোঁজ রাখছেন, পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল জানান, সাঈদের মৃত্যুর ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় গভীরভাবে দুঃখিত। আমরা সাঈদের মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।

আবু সাঈদের বাবা মকবুল হোসেন জানান, বিশ্ববিদ্যালয় থেকে এর আগে একদিন আমাদের সাথে দেখা করতে আসে। সে সময় ভিসি আমার সাথে মোবাইলে কথা বলেন। আমাদের খোঁজখবর নেন। আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমি স্যারকে বলেছিলাম আমাদের পরিবারের একজনকে যেন বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয়া হয়। ভিসি স্যার আশ্বস্ত করেছেন। সন্তানকে তো আর ফিরে পাবো না। আমাদের পরিবারের একজনকে একটা চাকরি দিলে আমরা হয়তো একটু ভালোভাবে চলতে পারব শেষ সময়ে।
সাঈদের পিতা জানান, আবু সাঈদকে পড়ালেখার টাকা দিতে পারতাম না। তার প্রাইভেট পড়ানোর (টিউশনের) জমানো টাকায় চলতাম আমরা। অথচ সেই সন্তান নেই। পিতা হয়ে সন্তানের কফিন কাঁধে নেয়ার ভাষা আমার নেই। আমার ছেলের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য সে জীবন দিয়েছে। আল্লাহ যেন তাকে মাফ করে দেন।


আরো সংবাদ



premium cement