১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্রেফতার

-

দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন রাশিয়ার সাবেক এক উপ-প্রতিরক্ষামন্ত্রী। দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছেন, রাশিয়ার সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দুর্নীতির অভিযোগে গতকাল শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে দ্য স্টেইটস টাইমস।
এতে বলা হয়, সাবেক ওই মন্ত্রীকে গ্রেফতারের পরপরই তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থা। তাকে মস্কোর একটি জেলে আটক রাখা হয়েছে। বুলগাকভকে এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে তার পদ থেকে বরখাস্ত করা হয়। তিনি ছাড়াও এর আগে দেশটির সামরিক শাখায় দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজনকে বরখাস্ত করা হয়েছিল। তবে বরখাস্ত হওয়াদের মধ্যে তিনিই সর্বশেষ বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থাটি।
রাশিয়ার সামরিক শাখায় অনিয়ম ঠেকাতে এর আগে গত মে মাসে সাবেক প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সের্গেই শোইগুকে অপসারণ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর সেই পদে দায়িত্ব পান আন্দ্রেই বেলোসভ। তিনি একজন অর্থনীতিবিদ। তার সামরিক কোনো জ্ঞান নেই বললেই চলে। তবে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর রুশ সেনাবাহিনীকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন। ধারণা করা হয় সেনাবাহিনীর জন্য বরাদ্দ অর্থকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আন্দ্রেই বেলোসভকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছেন পুতিন। এ ছাড়া গত দুই বছর ধরে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে।
এ সময় সেনাবাহিনীকে দুর্নীতিমুক্ত করাটাও বেশ জরুরি হয়ে পড়েছে। যা বাস্তবায়ন করতেই কাজ করছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

 


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল