০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশের জন্য উন্নয়ন বরাদ্দ ৪০ শতাংশ কমিয়েছে ভারত

-

ভারত চলতি অর্থবছর বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দ কমিয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের বাজেটে বিভিন্ন দেশকে সহায়তা দেয়ার জন্য যে বরাদ্দ রাখা হয়েছে, তাতে চলতি বছর বাংলাদেশের জন্য বরাদ্দ ৮০ কোটি রুপি বা ৪০ শতাংশ কমানো হয়েছে। সবচেয়ে বেশি সাহায্য পাবে ভুটান, তবে গত বছরের তুলনায় দেশটি কম ভারতীয় সহায়তা পাবে।
ভারতীয় গণমাধ্যম মিন্ট জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে ভারত সব মিলিয়ে ১২০ কোটি রুপি উন্নয়ন সহায়তা দেবে বাংলাদেশকে। গত অর্থবছরের এই সহায়তার পরিমাণ ছিল ২০০ কোটি রুপি। তবে বাংলাদেশের জন্য সহায়তার পরিমাণ কেন কমছে, সে বিষয়ে ওই সংবাদে কিছু বলা হয়নি।
নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি জোট নির্বাচনে জিতে নতুন সরকার গঠনের পর এটি ছিল প্রথম বাজেট, যা মঙ্গলবার ঘোষণা করা হয়। তবে গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকার একটি অন্তর্বর্তী বাজেট দিয়েছিল। ভারতের অর্থবছর শুরু হয় এপ্রিলে।


আরো সংবাদ



premium cement