০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আরো ১৭৪ জনের ডেঙ্গু শনাক্ত

-

দেশে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে আর কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আক্রান্তদের মধ্যে ৬৩.২ শতাংশ পুরুষ এবং ৩৬.৮ শতাংশ ছিলেন নারী। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪৭ জন ডেঙ্গু রোগী। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টার আগ পর্যন্ত ডেঙ্গু শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি ৫৩ জন ছিল চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম সিটি করপোরেশন বাদে)। তবে রাজশাহী, খুলনা, রংপুর ও সিলেট বিভাগে গতকাল কোনো ডেঙ্গু আক্রান্ত ছিল না। দেশে যে ১৭৪ জন শনাক্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ জন রয়েছেন। এই দুই সিটি করপোরেশন ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য স্থানে ডেঙ্গু শনাক্ত হয়েছে দু’জনের। অন্য দিকে বরিশাল বিভাগে গতকাল ডেঙ্গু শনাক্ত হয়েছেন ৩৪ জন।
দেশে এ বছরের মধ্যে চলতি জুলাই মাসেই সর্বাধিক মানুষের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন এক হাজার ৩৩৬ জন। আর মৃত্যু হয়েছে ছয়জনের। এর আগে কেবল জানুয়ারি মাসে এক হাজার ৫৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। এ ছাড়া ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত মোট দুই হাজার ৫৯৬ জন ডেঙ্গু শনাক্ত হন। এ বছর মশাবাহিত রোগটিতে মোট মৃত্যু হয়েছে ৫০ জনের।


আরো সংবাদ



premium cement