১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

চট্টগ্রামে বিদ্যুতের প্রি-পেইড মিটার গ্রাহকদের ভোগান্তির শেষ নেই

-

প্রায় এক সপ্তাহ পর বন্দরনগরী চট্টগ্রামের জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছে। গতকাল বুধবার সীমিত পরিসরে অফিস চালু হওয়ায় উল্লেখযোগ্যসংখ্যক মানুষ রাস্তায় বের হন। সব চেয়ে বেশি ভিড় দেখা গেছে বাণিজ্যিক ব্যাংকগুলোতে। তবে রাস্তায় গণপরিবহনের সংখ্যা ছিল একেবারেই নগণ্য। বিদ্যুতের প্রি- পেইড গ্রাহকদের ভোগাান্তি গতকালও কমেনি।
গত প্রায় এক সপ্তাহ ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বিভিন্ন কোম্পানির মোবাইলে আর্থিক লেনদেন একেবারেই বন্ধ হয়ে যায়। পাশাপাশি ব্যাংক বন্ধ ছাড়াও বেশির ভাগ এটিএম বুথে টাকা ছিল না। ফলে নগদ টাকার সঙ্কটে পড়েন অধিকাংশ মানুষ। গতকাল সীমিত সময়ের জন্য অফিস খুলে দেয়ায় মানুষ আগে ভাগেই ব্যাংকগুলোর সামনে ভিড় জমান। বাণিজ্যিক ব্যাংকগুলোতে টাকা জমা দেয়ার চেয়ে উত্তোলনের হারই ছিল বেশি। আবার ইন্টারনেট পরিষেবা সীমিত হওয়ায় আন্তঃশাখা লেনদেনও হয়নি অধিকাংশ ক্ষেত্রে। শুধু যে যেই শাখার গ্রাহক সেই শাখাতেই টাকা উত্তোলন এবং জমা করতে পেরেছেন।


আরো সংবাদ



premium cement