০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বিএনপি নেতা ডাবলুর ইন্তেকাল

-

বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মেজো ছেলে ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডাবলুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই জেলা বিএনপির সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
জানা যায়, ক্যান্সারসহ নানা শারীরিক সমস্যায় তিনি দীর্ঘ দুই বছর ধরে অসুস্থ ছিলেন। সপ্তাহখানেক ধরে তিনি বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আব্দুল হামিদ ডাবলু মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসন থেকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন। ছাত্রজীবন থেকে ডাবলু তার বাবার অনুপ্রেরণায় রাজনীতির সাথে যুক্ত হন।
তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতিসহ জেলার রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি দুই স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গত, মানিকগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ডাবলুর বাবা খোন্দকার দেলোয়ার হোসেন।


আরো সংবাদ



premium cement