মেঘনা টোল প্লাজায় মাইক্রোবাসে আগুন আহত ৫
- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লেগে মাইক্রোবাসে থাকা শিশুসহ পাঁচজন আহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের সৌদিপ্রবাসী সিকান্দার আলীসহ (৬০) তার পরিবারের আরো চার সদস্য।
কাঁচপুর হাইওয়ে থানার এস আই শরীফ হোসেন জানান, বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন। ঢাকার শনিআখড়ার রায়েরবাগ এলাকার স্থানীয় একটি হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোল প্লাজার সামনের ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে সাথে সাথে আগুন ধরে যায়। পরে যাত্রীদের চিৎকারে টোলপ্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালাগুলো ভেঙে তাদের উদ্ধার করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা