বগুড়ায় মহাসড়কের পাশ থেকে কাটা ‘পা’ উদ্ধার
- বগুড়া অফিস
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
বগুড়ার শাহজাহানপুর উপজেলার গোহাইল-জামাদার পুকুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির একটি কাটা পা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ওই কাটা পা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শাজাহানপুর থানার ওসি মো: শহিদুল ইসলাম জানান, গোহাইল-জামাদার পুকুর এলাকায় নাটোর মহাসড়কের পাশে কাটা একটি পা পড়েছিল। ওই কাটা পায়ের পাশে একটি বস্তাও ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সেখানে গিয়ে বস্তসহ কাটা পা উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। পা-টি হাঁটুর ওপর থেকে কাটা। পচন ধরে পায়ের মাংস খুলে পড়েছে। শুধু পায়ের হাড় উদ্ধার করা হয়েছে। কাউকে হত্যার পর সেখানে পা-টি ফেলে রাখা হয়েছে বলে অনেকেই ধারণা করছেন। ওসির ধারণা, কেউ রোগে আক্রান্ত পা অপারেশনের মাধ্যমে হাঁটুর ওপর থেকে কেটে ফেলার পর সেই খণ্ডিত পা বস্তায় করে ওখানে রাখা হয়েছে।