দেওয়ানগঞ্জে ডুবে যাওয়া ইয়াছিনের লাশ উদ্ধার
- দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
জামালপুরের দেওয়ানগঞ্জে এক দিনে তিন শিশু বানের পানিতে ডুবে গেলে গত মঙ্গলবার দুইজনের লাশ পাওয়া গেছে। নিখোঁজ ছিল ইয়াছিন নামে এক শিশু। এক দিন পর গতকাল বুধবার সকালে তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের চর হলকা হাওড়াবাড়ী গ্রামের ইয়াছিন নামে ৯ বছরের এক শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। এক দিন পর বুধবার ১০ জুলাই তার লাশ পাওয়া যায় বাড়ির কাছে নদীর ধারে। এ তথ্য নিশ্চিত করেছেন, চুকাইবাড়ী ইউনিয়নের মেম্বার মো: শফিকুল ইসলাম বাদল, মো: আশরাফ আলী ও লুৎফা আক্তার। এ ছাড়া মঙ্গলবার উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী চরপাড়া গ্রামে কাউসার নামে ৯ বছরের এক শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং স্থানীয় বাগানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। বাড়ির কাছে বানের পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে সে মারা যায়। একই দিন বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ আজিজলপুর গ্রামে আরিফা নামে ছয় বছরের এক শিশু কন্যা পানিতে ডুবে মারা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা