আ’লীগ নেতা বাবুল হত্যা মামলায় বাঘা পৌরমেয়র আক্কাছের রিমান্ড
- রাজশাহী ব্যুরো
- ০৯ জুলাই ২০২৪, ০০:৪০
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলায় গ্রেফতার বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে আক্কাছের আইনজীবীর করা জামিন আবেদন নাকচ করে তার রিমান্ড মঞ্জুর করেন রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক হাদিউজ্জামান। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেছিল পুলিশ। কিন্তু আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আর তার পক্ষে করা জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।