১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়ায় ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

-

বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় বগুড়া সদরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে । নিহতরা হলো - সাড়ে পাঁচ বছর বয়সী হিমা এবং আড়াই বছর বয়সী জান্নাতী । তারা দুজনেই ওই এলাকার সিএনজিচালক হাবিব ইসলামের মেয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ফুলবাড়ি ফাঁড়ির উপপরিদর্শক আমিনুল ইসলাম।
নিহত দুই বোনের দাদি বিপা খাতুন বলেন, সকাল ১০টা থেকে দুই বোন নিখোঁজ ছিল। পরে আমরা তাদের খোঁজাখুঁজি করি। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পিছনের একটি ডোবায় দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করি। দুই বোনকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 


আরো সংবাদ



premium cement