১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়ায় যমুনার পানি বৃদ্ধি : ৩৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ

-

জেলায় সারিয়াকান্দি পয়েন্টে গতকালও যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় যমুনার পানি বিপদসীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
অন্য দিকে যমুনায় পানি বৃদ্ধির ফলে জেলার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ৩৮টি প্রাথমিক ও উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, বগুড়ায় যমুনার বন্যানিয়ন্ত্রণ বাঁধের পূর্বদিকের ১৮টি ইউনিয়ন জলমগ্ন হয়েছে এবং ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়েছে। তবে এখন উজান থেকে আসা ঢলের পানির গতি কমে যাওয়ায় বিপদসীমা স্থিতিশীল রয়েছে। শনিবার সকাল ৬টায় যমুনার পানি বিপদসীমার ৮৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রাবাহিত হলেও বেলা ৩ টায় ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
জেলা শিক্ষা অফিসার হযরত আলী জানিয়েছেন, যমুনায় পানি বৃদ্ধির ফলে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ৩৮টি প্রাথমিক ও উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সারিয়াবান্দি ও সোনাতলায় সাতটি উচ্চবিদ্যালয় বন্ধ করা করেছে। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলা সদর, টেংরাকুরা, জামথৈলসহ পাঁচটি ও সোনাতলার দুইটি উচ্চবিদ্যালয়ে পানি প্রবেশ করায় ষাণ্মাসিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
অন্য দিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া জানিয়েছেন, জেলার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় চলাচলের রাস্তা জলমগ্ন হওয়ায় ও বিদ্যালয়ে পানি প্রবেশ করায় ৩১ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, যমুনায় পানি বৃদ্ধির ফলে বন্যায় সারিয়াকান্দি উপজেলায় ১৫০ হেক্টর জমির আউশ, ভুট্টা, পাট ও সবজির ক্ষতি হয়েছে।

 


আরো সংবাদ



premium cement