০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আলেমদের জঙ্গিবাদের তকমা লাগিয়ে গ্রেফতার করা হচ্ছে : বাংলাদেশ খেলাফত মজলিস

-

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, আলেম উলামা ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ও ধর্মপ্রাণ নিরীহ মানুষকে গুম করে জঙ্গিবাদের তকমা লাগিয়ে সাজানো মামলায় গ্রেফতার দেখিয়ে হয়রানি করা হচ্ছে। এতে আলেম-উলামা, মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মানুষ উদ্বিগ্ন। জঙ্গিবাদের নাটক বন্ধ করুন এবং সাজানো মামলায় আটককৃত ছাত্রদের দ্রুত মুক্তি দিন। অন্যথায় পরিণতি ভালো বয়ে আনবে না।
গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৩-২৪ সেশনের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুরানা পল্টন মোড়ের ফেনী সমিতি মিলনায়তনে সংগঠনের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাঈদ নুর, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি নুর মোহাম্মদ আজিজী, সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজী, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া প্রমুখ।
আল্লামা ইসমাঈল নুরপুরী আগামী ৩০ জুলাই মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় উলামা সম্মেলন সফল করতে সংগঠনের নেতাকর্মী, আলেম-উলামা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement