১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কঠিন পরিস্থিতিতেও ইকামতে দীনের কাজে সক্রিয় থাকতে হবে

-

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেছেন, ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে আমাদেরকে আনুগত্যের সর্বোচ্চ নজির স্থাপন করতে হবে। যেকোনো কঠিন পরিস্থিতিতেও ইকামতে দীনের কাজে সক্রিয় থেকে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করতে হবে। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও কোনো অপশক্তির সাথে আপস করেননি। জালিমের সব জুলুমকে উপেক্ষা করে তারা এদেশে ইসলামের বিজয়কে এগিয়ে নিতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। আমাদেরকেও কৌশল ও বিনয়ের মাধ্যমে সব স্থানে সংগঠনকে তুলে ধরতে হবে। ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে নিজেদের মাঝে কোনো ক্ষোভ বা অভিমান রাখার কোনো সুযোগ নেই।

গতকাল জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ী মধ্য থানার উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষাশিবিরে প্রধান আলোচক ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও যাত্রাবাড়ী মধ্য থানা আমির অ্যাডভোকেট মুয়াজ্জিন হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাওলানা মো: ইমাম হোসেনের পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন ও মাওলানা আবু ফাহিম। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মীর বাহার আমিরুল ইসলাম, মো: মহিউদ্দীন আহমেদ, থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মো: ইব্রাহীম হোসেন, এটিএম রেদোয়ান, মো: মোসলেহ উদ্দিন, মো: রিয়াসত আলী সর্দার প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা নাফনদীর নিষেধাজ্ঞা প্রত্যাহার : স্বস্তি ফিরেছে সেন্টমার্টিনে আফ্রিকায় এবার ভয়াবহ ব্লিডিং আই ভাইরাসের হানা প্রথম দফায় ১৮ হাজার ভারতীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প!

সকল