হতাহতদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান
- চট্টগ্রাম ব্যুরো
- ০৪ জুলাই ২০২৪, ০১:৩৭
চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।
গতকাল বুধবার বিকেলে এই সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
এ সময় নিহতদের পরিবারের সদস্যদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং জামায়াতের পক্ষ থেকে সহযোগিতা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কোতোয়ালি থানা আমির ও চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আমির হোছাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার সদস্য মোস্তাক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে রিয়াজুদ্দিন বাজার তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামাল, সেক্রেটারি মোজাম্মেল হক, যুগ্মসম্পাদক আবদুল আলিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালি থানা সভাপতি হামিদুল ইসলামসহ বিভিন্ন মার্কেটের সভাপতি, সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা