১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
মোবাইলে কথা বলতে বলতে

নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা দিয়ে পড়ে য্বুক নিহত

-

রাজধানীর দনিয়ায় মোবাইলে কথা বলতে বলতে হাঁটাচলা করার সময় নির্মাণাধীন ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে ওসমান মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাতে বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে তার নির্মাণাধীন চারতলা ভবনের ওপর থেকে পড়ে এই ঘটনা ঘটে। ওসমান দর্জির কাজ করতেন। বর্তমানে তিনি দনিয়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের বন্ধু ইসমাইল হোসেন জানান, গত সোমবার সন্ধ্যার দিকে একই এলাকার এক বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলেন ওসমান। বাড়িটি ছিল নির্মাণাধীন। ওসমান বাড়ির চারতলার ছাদে মোবাইলে কথা বলছিলেন। আমি তখন ওই বাসার নিচেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ ওপর থেকে নিচে কিছু পড়ার শব্দ পেয়ে দেখি ওসমান রক্তাক্ত জখম অবস্থায় নিচে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হসপিটাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, নিহত ওসমান চারতলার ছাদে মোবাইলে অসতর্কভাবে কথা বলছিল আর পায়চারি করছিল। হঠাৎ ভবনে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে যায়। নিহত ওসমানের বাবার নাম হাফিজুল মোল্লা। তার গ্রামের বাড়ি যশোর সদরের বক্তারহুশতলা।
পুলিশ বলছে, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 


আরো সংবাদ



premium cement
দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড

সকল