এমপি শাহরিয়ারকে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা দিলো রাজশাহী নগর আ’লীগ
- রাজশাহী ব্যুরো
- ০২ জুলাই ২০২৪, ০১:০৩
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপি শাহরিয়ার আলমকে ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যা দিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে গতকাল সোমবার দুপুরে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এমপি শাহরিয়ার আলমকে ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করা হয়।
বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যাকাণ্ডের পেছনে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদকে মদদদাতা উল্লেখ করে সম্প্রতি বক্তব্য দিয়েছেন এমপি শাহরিয়ার আলম। তার এই বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা