অধ্যাপক মাহবুবউল্লাহর স্ত্রীর জন্য দোয়ার মাহফিল বৃহস্পতিবার
- নিজস্ব প্রতিবেদক
- ০১ জুলাই ২০২৪, ০১:০৫
ঢাকা বিশ্ববিদ্যালয় অবসরপ্রাপ্ত অধ্যাপক ও অর্থনীতিবিদ মাহবুব উল্লাহর স্ত্রী উম্মে সালমা মাহবুবের রূহের মাগফিরাতের জন্য আগামী বৃহস্পতিবার এক দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালের পেছনে ১৬৯ গ্রিন রোড চার্মভিল অ্যাপার্টমেন্ট মিলনায়তনে এই দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে মরহুমার আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃস্পতিবার ভোরে রাজধানীর গ্রিন রোডে নিজ বাসভবনে তিনি ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন। উম্মে সালমা মাহবুবের বাবা মির্জা আবদুল আউয়াল জিয়াউর রহমানের সময় জাতীয় সংসদের সদস্য ছিলেন। তাদের বাড়ি পাবনার বেড়া উপজেলায়। উম্মে সালমা তিন মেয়ে রেখে গেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা