১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
গোলটেবিল আলোচনা

পর্যটনশিল্প উন্নয়নে অন্তরায় মূসক

-

নতুন বাজেটে ট্যুর অপারেটর সেবায় মূসক পর্যটনশিল্প উন্নয়নে অন্তরায় বলে মন্তব্য করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টোয়াব। তাদের আশঙ্কা, এতে ভ্রমণ-ব্যয় বেড়ে যাবে এবং বিকাশমান পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হবে। কারণ পর্যটনশিল্প সরাসরি দেশের জিডিপিতে অবদান রাখছে, বহির্বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিং করছে এবং সর্বোপরি স্থানীয় আর্থসামাজিক উন্নয়নে প্রভাব ফেলছে। গতকাল আয়োজিত গোল টেবিল আলোচনায় তারা এ কথা বলেন।
রাজধানীর মহাখালীতে হোটেল অবকাশের কনফারেন্স হলে ‘ট্যুর অপারেটর সেবার ওপর মূসক আরোপ পর্যটনশিল্প বিকাশে অন্তরায়’ শিরোনামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পর্যটনশিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর উদ্যোগে এক গোল টেবিল আলোচনায় সভাপতিত্ব করেন টোয়াবের প্রেসিডেন্ট এবং এফবিবিসিআই ট্রাভেল, ট্যুর অ্যান্ড হসপিটালিটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো: রাফেউজ্জামান।
এতে বলা হয়, বাজেটে পর্যটন খাতে বিদ্যমান মূল্য সংযোজন কর-ভ্যাট বা মূসক সুবিধা প্রত্যাহারের পাশাপাশি ট্যুর অপারেটরদের সেবায় নতুন করে ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছে। এতে ক্ষতির
আশঙ্কা প্রকাশ করে আলোচকরা বলেন, পর্যটন খাতে মূসক আরোপে আমাদের প্যাকেজের খরচ বেড়ে যাবে।
গোল টেবিল আলোচনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান আখতারুজ জামান খান কবির, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক সিইও জাবেদ আাহমেদ, বিডি ইনবাউন্ডের ফাউন্ডার প্রেসিডেন্ট রেজাউল ইকরাম, ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব)-এর চেয়ারম্যান আসলাম খান, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব)-এর জেনারেল সেক্রেটারি আফসিয়া জান্নাত সালেহ, অ্যাভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি)-এর প্রেসিডেন্ট তানজিম আনোয়ার ও সাবেক সভাপতি নাদিরা কিরণ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)-এর সেক্রেটারি মহসীন হক হিমেল, হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব সুনামগঞ্জের সেক্রেটারি নাইমুল হাসান, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব)-এর ফাউন্ডার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ইরফান আহমেদ, ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব) উপদেষ্টা জামিউল আহমেদ, ট্রাভেল টক ম্যাগাজিনের এডিটর মাজহারুল হক মান্না, টোয়াবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, টোয়াবের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট শিবলুল আজম কোরেশী প্রমুখ বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement