১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
দুই যুগের অপেক্ষার অবসান

উদ্বোধনের অপেক্ষায় সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক

-


দীর্ঘ দুই যুগ অপেক্ষার পর অবশেষে উদ্বোধনের পথে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক। শিল্পোদ্যোক্তাদের জন্য চলছে প্লট বরাদ্দের প্রস্তুতি। ৮২৯টি প্লটে ৫৭০টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে এখানে। এটি চালু হলে এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অর্থনৈতিক সমৃদ্ধিও আসবে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলে।
১৯৯৮ সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালু হলে ঢাকার সাথে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ চালু হয়। এর ফলে এ এলাকার মানুষ উন্নয়নের স্বপ্ন দেখতে থাকে। সিরাজগঞ্জবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জে শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। যমুনার করালগ্রাসে বিলীন হওয়ার পর বঙ্গবন্ধু সেতু নির্মাণকালে নদী শাসনের ফলে জেগে ওঠা সদর উপজেলার ছাতিয়ানতলী, পশ্চিম মোহনপুর, বনবাড়িয়া, বেলটিয়া ও মোরগ্রাম মৌজার ৪০০ একর পরিত্যক্ত ভূমির ওপর সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক প্রকল্প স্থাপনের লোকেশন নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় শিল্প পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এরপর চলে যায় অনেক বছর। ২০০৮ সালে ক্ষমতায় এসে সিরাজগঞ্জে শিল্প পার্ক নির্মাণে আবারো মনোনিবেশ করে আওয়ামী লীগ সরকার। ২০১০ সালের ৩১ আগস্ট একনেক সভায় বিসিক শিল্প পার্ক প্রকল্পের মূল ডিপিপি অনুমোদন পায়। ২০১৩ সালে ফেব্রুয়ারিতে নদী অনুশাসনসহ প্রথম সংশোধিত ডিপিপি অনুমোদন হয়। নানা জটিলতায় ভূমি অধিগ্রহণ শেষ করতে ২০১৫ সালের মে পর্যন্ত সময় লেগে যায়। ডিপিএম পদ্ধতিতে মাটি ভরাটে ঠিকাদার বাছাই করে ২০১৮ সালের নভেম্বরে নৌবাহিনী নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাথে চুক্তি করে মাটি ভরাট সম্পন্ন করা হয়। প্রকল্পের অন্যান্য কাজের মধ্যে গেট, বাউন্ডারি দেয়াল, ভেতরে প্রশাসনিক ভবন, ড্রেন-রাস্তা, পানি-বিদ্যুৎ, টেলি কমিউনিকেশন ইত্যাদি চলাকালীন প্রকল্পের মেয়াদ মোট সাতবার বাড়ানো হয়েছে। ব্যয় বৃদ্ধি ছাড়া সর্বশেষ (৭মবার) প্রকল্পের মেয়াদ জুন ২০২৪ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব একনেকে অনুমোদিত হয়।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৭১৯ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে শিল্প পার্ক প্রকল্পের কাজ অবশেষে শেষপর‌্যায়ে চলে এসেছে। তবে ইতোমধ্যে সরকার পরিবর্তন, মহামারী করনাসহ নানা রকম আমলাতান্ত্রিক জটিলতা এই প্রকল্প শেষ করতে ২৪ বছর কেটে গেছে।
সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কের উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক জাফর বায়েজিদ বলেন, উদ্বোধনের লক্ষ্যে শেষপর‌্যায়ের কাজ চলছে। প্লট বরাদ্দের জন্য দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই পার্কটি উদ্বোধন করবেন।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি ড. জান্নাত আরা হেনরী বলেন, সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কটি বঙ্গবন্ধু সেতু সংলগ্ন যমুনা নদীর তীরে অবস্থিত যেখান থেকে সড়ক রেল ও নৌপথের সুব্যবস্থা রয়েছে। ফলে ব্যবসায়রা স্বল্প খরচে ও অল্প সময়ে পণ্য পরিবহনের সুযোগ পাবেন।

 


আরো সংবাদ



premium cement
৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন, যেসব বিষয়ে আলোচনা হবে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি

সকল