সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে সরকার : খেলাফত আন্দোলন
- ২৯ জুন ২০২৪, ০০:০০
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ভারতকে করিডোর দিয়ে বর্তমান সরকার বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। ভারতের সাথে যেসব অসম চুক্তি করা হয়েছে, এতে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে। এ জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সর্বদা সজাগ থাকতে হবে।
গতকাল দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সির নেতৃত্বে আগত নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিদলের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন ও প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা শেখ সাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি মুশফিকুর রহমান জামাল রশিদী, গোপালগঞ্জ জেলা আমির মুফতি শিহাব উদ্দিন কাসেমী, মাওলানা মুনির হোসেন ও মুহাম্মদ ইকবাল হোসেন আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা