১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শোক সংবাদ : রাশেদুর রহমান খান

-

কলারোয়ার বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও বিএনপি নেতা রাশেদুর রহমান খান চৌধুরী রজনু (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার স্ট্রোকজনিত কারণে সাতক্ষীরা সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে স্ট্রোকজনিত অসুস্থতায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রজনু চৌধুরী কলারোয়া পৌর বিএনপির সহসভাপতি ছিলেন। বৃহস্পতিবার এশার নামাজের পর কলারোয়া ফুটবল মাঠে নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি উপজেলার গণপতিপুর গ্রামে পিতার কবরের পাশে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু আহমেদ, কলারেয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বাজার কমিটির সভাপতি আরাফাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা।

 


আরো সংবাদ



premium cement